রাজধানীতে বাসা থেকে বিদেশি বিমানবালার লাশ উদ্ধার

রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকার ৪৪/এইচ, পশ্চিম রাজাবাজার, একটি ভবনের তৃতীয় তলা থেকে এক বিদেশি বিমানবালার লাশ উদ্ধার কর হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তথ্যটি নিশ্চিত করেন শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই জলিল।

তিনি জানান, খবর পেয়ে ৪৪/এইচ, পশ্চিম রাজাবাজারের ৬তলা বাসার ৩য় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতের পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি।

একটি সূত্রে জানা যায়, নিহত নারী কাতার এয়ারওয়েজের সাবেক বিমানবালা হুমায়রা জাহান (৩৫)। মৃতদেহটিতে পচন ধরেছে। ফলে বেশ কয়েকটি আগে মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই