রাজধানীতে তীব্র গরমে স্বস্তির বৃষ্টি
জ্যৈষ্ঠের দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বৃষ্টি স্বস্তি এনেছে নগরজীবনে।
এখন জ্যৈষ্ঠ মাস। সাধারণত এ সময় বৃষ্টি কম হয়। তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী গত কয়েকদিন ধরেই বৃষ্টি কামনা করছিল। এ বৃষ্টির ফলে বেশ কয়েক দিন ধরে যে দুর্বিসহ গরম ছিল, তা থেকে মুক্তি পাওয়া যাবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েক দিন ধরেই রাজধানীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছিল। বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি। এ অবস্থায় এ বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।
তবে হঠাৎ বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা স্থবিরতাও নেমে আসে। রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে দেশের উত্তরাঞ্চলের আকাশে মূদৃ মেঘ থাকতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশির ভাগ জেলা আর্দ্র থাকবে।
মন্তব্য চালু নেই