রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে সিলিন্ডার বিস্ফোরণ, দুই দগ্ধসহ আহত ৪
রাজধানীর কলাবাগানে চলন্ত প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া প্রাইভেট কারটির ধাক্কায় একজন নারী রিকশা যাত্রীসহ রিকশা চালক আহত হন। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর পৌনে তিনটার কিছু পরে কলাবাগান সিগন্যালের খুব কাছে কলাবাগান মাঠ সংলগ্ন লেনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, সিগন্যাল অতিক্রম করা মাত্রই বিকট শব্দে গাড়িটির (ঢাকা মেট্রো গ ২৯-৯৬২৬) পেছনের ঢাকনা খুলে যায় এবং গ্যাস সিলিন্ডারের পাইপ বেরিয়ে পড়ে। এসময় চলন্ত গাড়ি থেকে পড়ে যান রাস্তায় এবং এ গাড়ি সজোরে ধাক্কা মারে একটি রিকশায়। এতে নিউমার্কেট থেকে আগারগাঁও ৬০ ফিট এলাকায় গমনকারী গৃহিণী সাফিয়া সুলতানা (৪২) ও রিকশা চালক দুলাল আহত হন।
সরেজমিনে দেখা যায়, রিকশায় গাড়িটি ধাক্কা দেবার পরই গতি মন্থর হয়ে কলাবাগান ফুটওভার ব্রিজের গোড়ায় থেমে যায়। এসময় নেমে আসেন পেছনের সিটে বসে থাকা গাড়িটির মালিক। তার চুল, হাতের কিছু অংশ পুড়ে-ছিলে গেছে। চালকের বাম হাতের অগ্রভাগ পুড়ে ছিলে যেতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে চালক ও গাড়ির মালিকের নাম জানা সম্ভব হয়নি।
ঘটনা দেখে কলাবাগান সিগন্যালে কর্মরত ট্রাফিক পুলিশ ছুটে যান।
মন্তব্য চালু নেই