রাজধানীতে গৃহকর্মী-গৃহকর্ত্রীর গলাকাটা লাশ

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে গৃহকর্মী ও গৃহকর্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে, কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। নিহত গৃহকর্ত্রীর নাম রওশান আরা (৫০) এবং গৃহকর্মী কল্পনা আক্তার (১১)।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণী শঙ্কর কর জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টির একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হত্যকাণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।
বিকেলে এ দুই লাশ নিয়ে মঙ্গলবার রাজধানী থেকে চার লাশ উদ্ধার করলো পুলিশ। দুপুর আড়াইটার দিকে বাড্ডা সাঁতারপুল এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিকেল ৪টার দিকে মতিঝিল থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ।
মতিঝিলের ঘটনাটির বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ‘ধারণা করছি, এটা স্বাভাবিক মৃত্যু। তিনি একাই থাকেন তাই হয়তো কেউ তার মৃত্যুর খবরটা জানতে পারেননি। ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।’
এছাড়া রাজধানীর হাজারীবাগে পটকা মাছ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।



মন্তব্য চালু নেই