রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

শুক্রবার পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে সারাদেশের মুসলমানরা ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে।

ঈদের প্রধান জামাত শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সংসদস্যসহ বিশিষ্টজনেরা নামাজে অংশ নেবেন।

প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, পরবর্তী জামাত যথাক্রমে ৮টা, ৯টা, ১০ এবং পৌনে ১১টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

পূর্ব নির্ধারিত সকাল ৭টায় প্রথম জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

দ্বিতীয় জামাত অনু্ষ্ঠিত হবে সকাল ৮টায়। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এই জামাতের ইমামতি করবেন।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এর ইমামতি করবেন রাজধানীর কাদেরীয়া তৈয়্যাবিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা জসিম উদ্দিন আযহারী।

সকাল ১০টায় চতুর্থ জামাতের ইমামতি করবেন ইসলামী ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক ড. মাওলানা আব্দুস সালাম।

সর্বশেষ সকাল পৌনে ১১টার জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ সংকলন বিভাগের উপ-পরিচালক মাওলানা মো. আব্দুল রব মিয়া।

এদিকে জাতীয় সংসদ ভবনস্থ দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের হুইপরা, সংসদ-সদস্যরা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লীরা জামাতে অংশ নেবেন।

এছাড়া রাজধানীর শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই