রাজধানীতে এবার ভাড়ায় চলবে মোটরসাইকেল

রাজধানীতে এবার ভাড়ায় চলবে মোটরসাইকেল। ডিজিটাল পদ্ধতিতে যাত্রীসেবা নিয়ে আসছে ডাটাভক্সসেল লিমিটেড। বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক নতুন ধরনের বৈপ্লবিক সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এটি নতুন ধরনের ই-ইশারার প্ল্যাটফর্ম, যার নাম স্যাম (শেয়ার এ মোটরসাইকেল)।

বাংলাদেশে ই-ইশারা প্ল্যাটফর্মই প্রথম, যার মাধ্যমে একজন যাত্রী বন্ধুসুলভ ও সাশ্রয়ীভাবে মোটরসাইকেলে করে নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।

শনিবার রাজধানীর গুলশানে স্পেট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে নতুন যাত্রীসেবার কথা তুলে ধরেন ডাটাভক্সসের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ কাসেম।

তিনি জানান, প্রকল্পটি সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে ডাটাভক্সসেল লিমিটেড স্যাম সার্ভিসের মাধ্যমে পার্সেল এবং ওষুধ সরবরাহও করবে।

এ সময় উপস্থিত ছিলেন ডাটাভক্সসেলের চেয়ারম্যান খালিদ বিন সালাম, এফ জেড হাসান প্রমুখ।

ডাটাভক্সসেলের সঙ্গে যৌথভাবে এ প্রকল্পে কাজ করবে ওমেরা, রহিম আফরোজ, বিকাশ, গ্যাটকো এবং অলওয়েজ অনলাইন নেটওর্য়াক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যাম অ্যাপটি রাইডারের (যাত্রী) সঙ্গে বাইকার (ব্যক্তিগত মোটরসাইকেলের মালিক)-এর সংযোগ করিয়ে দেবে।

বাইকার ও রাইডার স্যাম অ্যাপ্লিকেশন ব্যবহার করে একই গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে যাত্রীরা খুব কম খরচে তাদের টাকাও পরিশোধ করতে পারবেন অ্যাপের মাধ্যমে।

প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ ও সাশ্রয়ী হবে বলে জানান ইমতিয়াজ কাসেম। তবে স্যাম ট্যাক্সি সার্ভিস সেবা প্রদান করে না।



মন্তব্য চালু নেই