রাজধানীতে আবারও ব্লগার খুন

রাজধানীতে আবারও এক ব্লগার খুন হয়েছেন। তার নাম নিলয় নীল (৪০)।

খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকার নিজ বাসায় শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি। নিলয় গোড়ান ৮ নম্বর রোডের পানির পাম্পের গলির একটি বাসার পঞ্চম তলায় থাকতেন।

খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিলয় একটি এনজিও-তে চাকরি করতেন। পাশাপাশি তিনি ব্লগে ও ফেসবুকে বিভিন্ন লেখালেখি করতেন। বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলেরও সদস্য ছিলেন নিলয়।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোহাম্মদ মুস্তাফিজ ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্লগার নিলয়ের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই