রাজধানীতে আটক ‘জামায়াত-শিবির’ কর্মীদের বিরুদ্ধে মামলা
রাজধানীর বাড্ডা থানা এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সন্দেহে আটক ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে আটক ১৮ জনসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলাটি করা হয়।
আজ শনিবার সকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে এই মামলা করেন। মামলা নম্বর ১৩। মামলাটি ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা হয়েছে।
গতকাল সকালে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের আট নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় স্থাপিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে পুলিশ। তাদের সবাই জামায়াত ও শিবিরের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ।
ওই বাড়ির চার তলায় স্কুলটির কার্যক্রম চলত। সেখানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা ছিল।
মন্তব্য চালু নেই