রাঙ্গামাটিতে দুই বন্য হাতির মৃতদেহ উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাইয়ের জীবতলীর একটি পর্যটন স্পটের পাহাড়ের নিচ থেকে দুটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন দুই বন্য হাতির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে হাতি দু’টি মারা গেছে তা জানা যায়নি।

সালাহ উদ্দিন জানান, বুধবার জীবতলী পাহাড়ের নিচে দু’টি হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার কাপ্তাই পাল্ডউড বাগান বিভাগীয় প্রধান অ ন ম আবদুল ওয়াদুদ, দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক সামশুল মুহিত চেীধুরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শাহজাহান ও শফিকুল আলম ঘটনাস্থলে গিয়ে হাতি দু’টির মৃতদেহ দেখতে পান।

বন বিভাগের পশু চিকিৎসক মৃত হাতি দু’টির বিভিন্ন আলামত নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম পরীক্ষাগারে পাঠিয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হাতির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন।

স্থানীয়দের ধারণা বিদ্যুৎস্পৃষ্টে হাতি দু’টির মৃত্যু হতে পারে। হাতি দু’টি ১০-১২ দিন আগে মারা গেছে। বন বিভাগের কর্মকর্তা সালাহ উদ্দিন আরও জানান, ময়নাতদন্ত শেষে হাতি দু’টিকে ঘটনাস্থলে মাটিচাপা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পার্বত্যঞ্চলের বন্যপ্রাণী শিকারির পাতা ফাঁদসহ নানা কারণে মারা যাচ্ছে। ৪-৫ মাস আগে আরও একটি হাতি শিকারিদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।



মন্তব্য চালু নেই