রাঙামাটিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
প্রান্ত রনি, রাঙামাটি: জেলায় ৬ মাস থেকে ৫ বছর নিছের বয়সী ৮০ সহস্রাধিক শিশুকে আজ জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলার ১০ টি উপজেলা ও ২ টি পৌরসভার প্রায় ১৩ শতাধিক কেন্দ্রে ৬ সহস্রাধিক স্বেচ্ছাসেবী এই টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
শনিবার সকালে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ের অস্থায়ী টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কে এম জসিম উদ্দিন বাবুল সহ স্বাস্থ্য মন্ত্রনালয়ের পর্যবেক্ষন দলের সদস্যগণ ও পৌরসভার টিকাদান কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান জেলা পরিষদের সদস্য ও জেলা আওযামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
মন্তব্য চালু নেই