রাঙামাটিতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটিতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি প্রতিবন্ধি স্কুল মিলানায়তনে জেলা সমাজসেবা কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে। জেলা সমাজসেবা কর্মকর্তা আল্পনা চাকমার সাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান।
বক্তব্য রাখেন প্রতিবন্ধি স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবচার, স্কুলের অধ্যক্ষ তাপসি চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সরকারী শিশু সদনের উপত্ত্বাবধায়ক রুপনা চাকমা। সভা পরিচালনা করেন আফরোজা চৌধুরী দিনা।
অনুষ্ঠানে সহযোগিতা করেন, প্রতিবন্ধি স্কুলের সহকারি শিক্ষক সুভদ্রা চাকমা, নানজনিন আক্তরার, বেবি আক্তার, রিতা ত্রিপুরা, তানজু আকতার ও রনেল চাকমা।
আলোচনায় বক্তারা বলেন, ইশারার মাধ্যমে মনেরভাব প্রকাশ করে প্রতিবন্ধি জনগোষ্ঠি নিজেদের জীবনে ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারে। এসময় বক্তারা প্রতিবন্ধিদের কল্যানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিবন্ধিদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
মন্তব্য চালু নেই