রাঙামাটিতে প্রগতিশীল ছাত্র জোটের মানববন্ধন
প্রান্ত রনি, রাঙামাটি : জেলায় সুন্দরবন রক্ষার্থে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে এক মানববন্দন অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্দন ও সমাবেশ অনুষ্টিত হয়।
মানববন্দনে মধুলাল তঞ্চঙ্গার সঞ্চালনায় ও ছাত্রফ্রন্ট কেন্দীয় কমিটির সদস্য কলিন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন-বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা শাখার সভাপতি অভিজিৎ বড়ুয়া,সাধারণ সম্পাদক মিশু দে, সাংগঠনিক সম্পাদক তুষার ধর ও কলেজ ছাত্রফ্রন্টের সাধারন সম্পাদক আশাধন চাকমা প্রমুখ।
উপস্থিত ছিলেন-জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শাওন বিশ্বাস,কলেজ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক জিকো দিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম দাশ গুপ্ত, বিশুমন তঞ্চঙ্গা,শৌরভ দাশ ও শান্তনু বড়ুয়া ও সুজন তঞ্চঙ্গা।
বক্তারা রামপাল চুক্তি ছুঁড়ে ফেলার দাবি জানান। এবং অচিরেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের অদূরে প্রতিষ্ঠা না করে বিকল্প জায়গায় তা স্থানান্তরিত করার জোর দাবি জানান।
মানববন্দন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক পদক্ষিন করে পৌরসভা চত্ত্বরে এসে শেষ।
মন্তব্য চালু নেই