রাঙামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রান্ত রনি, রাঙামাটি : জেলায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের পৌরসভা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

বিকাল তিনটায় মেলার শুভ উদ্বোধন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল মান্নান,জেলা পুলিশ সুপার সাঈদ তরিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্ত চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সম্মানিত উপদেষ্টা মোঃ শাহজাহান।

মেলায় বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ টি স্টল বসানো হয়েছে। আগামী ১৫ জানুয়ারি এ মেলা শেষ হবে।



মন্তব্য চালু নেই