রাঙামাটিতে কালেরকন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রান্ত রনি, রাঙামাটি : দৈনিক কালের কন্ঠের প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য শহর রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় শহরের কাঠালতলি থেকে একটি র্যালি বের হয়ে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এসময় সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, সিএইচটি পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর চেয়ারম্যান শহীদুল আলম স্বপন, যুবলীগ নেতা আবুতৈয়ব, পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র্যালিতে রাঙামাটির পর্যটন বিষয়ক সংগঠন নব জাগরন পর্ষদ,এনসিটিএফ, জীবন, স্কুলবেলাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই