রাউজান (চট্টগ্রাম) এর কিছু খবর

রাউজান সদর ক্লাস্টারে এম মোজাম্মেল হক শ্রেষ্ট সভাপতি নির্বাচিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ২০১৪ সালের রাউজান সদর ক্লাস্টার হতে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হওয়ায় রাউজান উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্টান হতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাছানুল কবির এর নিকট থেকে ক্রেষ্ট গ্রহণ করছেন এম. মোজাম্মেল হক খোকন।

অনুষ্টানে হাছানুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান মজুমদার ও আবদুল মোহাইমেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর রাউজান শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাবেদ ফারুক ও সাধারণ সম্পাদক অনুপম দাশ গুপ্ত, প্রধান শিক্ষক যথাক্রমে বাবু সমীর চক্রবর্তী, অশোক কুমার তালুকদার, লিপিকা পাল, সীমা দাশ গুপ্তা, আবদুল মোমেন চৌধুরী, মোঃ এমরানুল হক, লিটন পালিত, স্ব স্ব ধর, মোবারক আলী, আবু তৈয়্যব, মিজানুর রহমান, রাখি চৌধুরী, তাপস কুমার বড়–য়া সহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাউজানে রাবারবাগান থেকে মহিলার লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজান উপজেলার রবার বাগান কাউখালী সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টায় এ লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত মহিলার অনুমানিক বয়স ৩০ বছর।

রাউজান থানার উপ-পরিদর্শক (এস আই) মো.আলমগীর জানান, রাউজান উপজেলার রবার বাগান কাউখালী সীমান্ত এলাকায় এক মহিলার লাশ দেখে স্থানীয়রা রাউজান থানায় খবর দেয় ।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে। লাশটির পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত মহিলার গায়ে একটি লাল রঙের পরিধেয় বোরখা ছিল। মহিলাকে আনুমানিক ২০/২৫ দিন পূর্বে হত্যা করায় লাশটির বিকৃত হয়ে গেছে।

 

রাউজান বিশ্ববিদ্যালয় কলেজে বিবিএ (অনার্স) ১ম ব্যাচের ক্লাস পার্টি সম্পন্ন
বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রাউজানের প্রাণকেন্দ্রে অবস্থিত আলহাজ্ব একেএম ফজলুল কবির চৌধুরীর প্রতিষ্ঠিত রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ (অনার্স) ১ম ব্যাচের ক্লাস পার্টি। বুধবার রাউজান বিশ্ববিদ্যালয় কলেজে এ প্রাণের মেলায় মিলিত হয় শিক্ষার্থীরা। মাসিক বর্তমান কথা পত্রিকার বিভাগীয় সম্পাদক মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ একেএম আব্দুর রশিদ, সভাপতি ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপিকা সুজাতা মুৎসুদ্দা, অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, অধ্যাপক জহিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপিকা সীমা চক্রবর্তী, অধ্যাপিকা, অর্পনা চৌধুরী, অধ্যাপিকা আসমা সুলতানা, অধ্যাপক গৌতম মল্লিক,অধ্যাপক আতিক উল্লাহ চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আবছার হোসেন।

প্রধান অতিথির বক্তেব্য অধ্যক্ষ একেএম আব্দুর রশিদ বলেন, আলহাজ্ব একেএম ফজলুল কবির চৌধুরী না জন্মালে এ কলেজ প্রতিষ্ঠিত হত না, এবিএম ফজলে করিম চৌধুরী না জন্মালে রাউজান কলেজ বিশ্ববিদ্যায় কলেজে রূপান্তরিত হত না। অনার্স শিক্ষার্থীরা ১ম বর্ষের ফাইনাল পরিক্ষায় ভাল ফলাফল অর্জন করলে এ কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত এবিএম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টা সার্থক হবে।



মন্তব্য চালু নেই