রাউজানে অগ্নিকাণ্ডে বসতঘর ভষ্মিভূত: ক্ষয়ক্ষতি ১৭ লক্ষ
চট্টগ্রামের রাউজান উপজেলায় পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতঘরসহ ৯ ভাড়াঘর পুড়ে ছাই। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড সুলতানপুর কাজীপাড়া এলাকার আনু মিয়া হাজীর বাড়িতে ও একই উপজেলার রাত ৩টায় গহিরা এলাকার ডা. আনোয়ার চৌধুরীর ভাড়াঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন কাজীপাড়া এলাকার আনু মিয়া হাজীর বাড়ির আবু বক্কর, আব্দুস ছাত্তার, আবু কালাম, আবু তৈয়ব এবং গহিরা এলাকার ডা. আনোয়ার চৌধুরী।
স্থানীয় পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। চার বসতঘর পুড়ে ছাই হলেও রাউজান ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পেয়েছে আরো প্রায় ১০-১২ বসতঘর।
জানা যায়, স্থানীয় নুরুল আলম রাউজান ফায়ার সার্ভিসকে মুঠোফোনে জানালে দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রেনে আসে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, অগ্নিকান্ডের ঘটনায় চার পরিবারের নগদ প্রায় দেড় লক্ষ টাকা, ৫-৬ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ১৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে গহিরা এলাকায় ডা. আনোয়ার চৌধুরীর ভাড়া ৯কক্ষ বিশিষ্ট ভাড়াঘরে অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হলে স্থানীয়রা রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সার্ভিস সূত্রে জানা যায়, রাউজানে পৃথক স্থানে দুটি অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় গহিরা এলাকার ডা.আনোয়ার চৌধুরীর ভাড়া ঘরে তেমন ক্ষতি হয়নি। উপজেলায় পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই