নোয়াখালী জেলা জাসদ-এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

নোয়াখালী জেলা জাসদকে আরো গতিশীল করতে জেলা জাসদের সহ-সভাপতি মকছুদের রহমান মানিককে আহ্বায়ক করে নোয়াখালী জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি করা হয়। কেন্দ্রীয় জাসদ নেত্রী শিরীন আখতার এমপির উপস্থিতিতে ও নোয়াখালীর জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েলের উপস্থিতিতে নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়।

অনুষ্ঠিত প্রতিনিধি সভায় উপস্থিত সকলের দাবীর প্রেক্ষিতে নোয়াখালী জেলা জাসদকে আরো ক্রিয়াশীল ও গতিশীল করতে জাসদ কেদ্রীয় সম্মেলনের পূর্বে নোয়াখালী জেলা জাসদের সম্মেলন অনুষ্ঠানের লক্ষে সর্বসম্মতিক্রমে নোয়াখালী জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জাসদ স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিরীন আখতার এমপি ও জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নাঈমুল আহসান জুয়েল-এর উপস্থিতিতে নোয়াখালী জেলা জাসদের উপস্থিত সকলের মতামতের প্রেক্ষিতে ও নোয়াখালী জেলা জাসদের অর্থ সম্পাদক জসিম উদ্দিনের প্রস্তাবনায় এবং নোয়াখালী জেলা জাসদের আইন বিষয়ক সম্পাদক খায়রুল বাশারের সমর্থনের নোয়াখালী জেলা জাসদের সহ-সভাপতি মকছুদের রহমান মানিককে আহ্বায়ক করার বিষয়ে সকলে ঐক্যমত পোষন করেন।

এছাড়া নোয়াখালী জেলা জাসদের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশিদ ও নোয়াখালী জেলা জাসদের আইন বিষয়ক সম্পাদক খায়রুল বাশারকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করা হয়। প্রতিনিধি সভার প্রধান অতিথি জাতীয় সংসদের ফেনী-১ আসনের এমপি জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার ও বিশেষ অতিথি জাসদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল তাদের সমাপনী বক্তব্যে নোয়াখালী জেলা জাসদকে ক্রিয়াশীল ও আরো গতিশীল করতে সকলে সম্মেলন প্রস্তুতি কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেন।

সাথে সাথে সম্মেলন প্রস্তুতি কমিটিকে আসন্ন কেন্দ্রীয় কাউন্সিলের পূর্বে সকল উপজেলা কমিটি গঠন, অনুমোদন প্রদান, সম্মেলনের কাউন্সিলর তালিকা তৈরী, কাউন্সিলের তারিখ নির্ধারনসহ সম্মেলনের প্রয়োজনে সকল সিন্ধান্ত নেয়ার ক্ষমতা প্রদান করা হয়। পূর্নাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক-মকছুদের রহমান মানিক (কোম্পানীগঞ্জ), যুগ্ম-আহ্বায়ক-অধ্যক্ষ হারুন-অর-রশিদ(চাটখিল), খায়রুল বাশার (সদর), সদস্য- ইশরাজুর রহমান শামীম (হাতিয়া), নূরুল আলম পারভেজ (সদর), শামছুল হক দুলাল (চাটখিল), অ্যাডভোকেট আজিজুল হক বকশি (কবিরহাট), সাইফুর রহমান আরমান (সেনবাগ), গোলাম মুর্তোজা (সেনবাগ), আবদুল আলীম স্বপন (কোম্পানীগঞ্জ), জসিম উদ্দিন (কোম্পানীগঞ্জ), আবু নাছের মঞ্জু (সদর), এস এম রহিম উল্যাহ (কবিরহাট), দুলাল বিএসসি (সেনবাগ) অধ্যাপক আবু তৈয়ব (চাটখিল), ডা. মোকাররম বিল্লাহ(কোম্পানীগঞ্জ), মাইন উদ্দিন মঞ্জু (কোম্পানীগঞ্জ), এ এইচ এম মান্নান মুন্না (কোম্পানীগঞ্জ), লকিয়ত উল্যাহ মান্নান(সদর), মাইন উদ্দিন শেখ মিজান (চাটখিল), আ ক ম আবদুল হক (কোম্পানীগঞ্জ), নূর আলম (সোনাইমুড়ি), আবদুৃল বারিক সিকদার (কবিরহাট), আবুল বাশার চৌধুরী(বেগমগঞ্জ), মোশাররফ হোসেন ভূইয়া (কবিরহাট), ধ্রুব নারায়ন মজুমদার (কবিরহাট), গোলাফ রহমান শাহ(কবিরহাট), সিরাজুল হক মাসুদ(সদর), দেলোয়ার হোসেন (কবিরহাট), শাহ শহীদ উদ্দিন মাহমুদ বাবর (সদর), এ কে এম হুমায়ূন কবির (হাতিয়া), সিরাজুল ইসলাম (বেগমগঞ্জ), মফিজুল হক (সোনাইমুড়ি), আইযূব উল্যাহ মাস্টার (হাতিয়া), মো. দিলদারুল আখতার (হাতিয়া), শামছুদ্দোজা বাবুল (হাতিয়া), মফিজ উদ্দিন(বেগমগঞ্জ), নাসির উদ্দিন(চাটখিল), গিয়াস উদ্দিন রিপন (সেনবাগ), মোঃ আলী ভূইয়া (বেগমগঞ্জ), নূরনবী পাটোয়ারি (সোনাইমুড়ি), মজিবুল হক (সদর), ইমাম উদ্দিন (সদর), আবদুল বাসেত (সদর), মস্টার জসিম( সদর), মোঃ সুলতান নূর উদ্দিন (কবিরহাট), সঞ্জু চন্দ্র দাস (কবিরহাট), মোঃ সিরাজুল ইসলাম কবিরহাট), হুমায়ূন কবির কাউছার(কোম্পানীগঞ্জ)।

প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি পাশ হওয়ার পর কেন্দ্রীয় কমিটির পক্ষে নোয়াখালী জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক অনুমোদন প্রদান করেন দলের সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল।



মন্তব্য চালু নেই