রাউজানের ডাবুয়ায় মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রাম রাউজানের ডাবুয়ায় রাতের আধাঁরে মন্দিরে আগুন দিয়েছে র্দুবৃত্তরা। মন্দির সম্পর্ণ জ্বালিয়ে দেয়া প্রচেষ্টা বলে মন্দির পরিচালনা কমিটি দাবি করেছে। তবে স্থানীয়রা আগুনের শিখা দেখে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনায় ক্ষয়ক্ষতির তেমন হয়নি। জানা যায়, গত ১৩ জুন শনিবার দিবাগত রাতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনের লেলিহান শিখা দেখে মন্দিরের অধ্যক্ষ ও পার্শ্ববর্তী লোকজন দৌড়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। মন্দিরের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী জীবানন্দ পুরী মহারাজ।

সরোজমিন পরিদর্শন কালে দেখা যায়, ডাবুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুলাল পাড়া এলাকায় প্রতিষ্টিত শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশন মন্দিরে আগুন দেয়ার পর কয়েকটি অংশে পুড়ে যায়। র্দৃবৃত্তের দেয়া আগুন পরিকল্পিত বলে অভিযোগ করেন মন্দিরের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী জীবানন্দ পুরী মহারাজ। স্থানীয় ইউপি মেম্বার খোকন দে ঘটনার বিষয়ে বলেন, আমি মন্দিরে গিয়ে দেখেছি মন্দিরের পার্শ্বে র্দুবৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে মন্দির পুড়িয়ে দেয়ার প্রচেষ্টা চালিয়েছে। মন্দিরের মধ্যে থাকা লোকজন ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় মন্দির আগুন থেকে রক্ষা পেয়েছে। এ ব্যাপারে রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ঘটনার ব্যাপারে অভিযোগ বা মামলা করা হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই