রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় অনুমোদন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন-২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেসব্রিফিংয়ে এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় করেত হলে আলাদা আইন লাগে। যেহেতু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে তাই এর জন্য আলাদা আইন করা হচ্ছে।’
তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ে শুধু রবীন্দ্র চার্চা হবে না। পাশাপাশি অন্যান্য ফ্যাকালটিও থাকবে। বিশেষ করে কৃষি, সমবায় বিভাগ ইত্যাদি।
উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে।
এদিকে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (সংশোধনী) আইন-২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ভারতের পার্লামেন্টে সীমানা চুক্তি অনুমোদন হওয়ায় সে দেশের জনগণ, সরকার ও পার্লামেন্টকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি ব্রিটেনে বাঙালি বংশোদ্ভূত তিন কন্যা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকেও অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই