রবি-সোম চাঁপাইয়ে বিএনপির হরতাল

কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় রোববার ও সোমবার (১৮ ও ১৯ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
শুক্রবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী মিঞা হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
শিবগঞ্জে যৌথবাহিনীর অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ছাত্রদলের এক নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার প্রতিবাদে বিএনপি ৪৮ ঘণ্টার এ হরতালের ডাক দেয়।



মন্তব্য চালু নেই