রফিকুল-আমান-মান্নানের আগাম জামিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমানুল্লাহ আমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে পৃথক তিন মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।
পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন রফিকুল ও আমান। মেয়র মান্নান জামিন পেয়েছেন গাজীপুরে দায়ের করা পুলিশের কাজে বাধা দেয়ার একটি মামলা থেকে।
বুধবার আদালতে রফিকুল ইসলামের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী। আমানুল্লাহ আমান ও এম এ মান্নানের পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সগীর গোসেন লিয়ন এসব বিষয় নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই