রপ্তানী পণ্যের শুল্কমুক্ত সুবিধা ও জেএসপি ফিরে পেতে জোড়ালো দাবি জানাবে বাংলাদেশ

মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উচ্চপর্যায়ের বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের মার্কিন যুক্তরাষ্ট্রে সফর
যুক্তরাষ্ট্রে বাংলাদেশী রপ্তানী পণ্যের শুল্কমুক্ত সুবিধার ও জেএসপি ফিরে পেতে জোড়ালো দাবি জানাবে বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি জনাব আব্দুল মাতলুব আহ্মাদ -এর নেতৃত্বে ১০৭ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আজ (২২ সেপ্টেম্বর,২০১৫) এমিরেটস এয়ারলাইন্স যোগে নিউইয়র্কের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭০ তম সাধারন পরিষদের সভায় অংশগ্রহন করবেন এবং বক্তব্য রাখবেন। এতে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বা শীর্ষপর্যায়ের প্রতিনিধিদের অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনে অংশগ্রহনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এফবিসিসিআই-’র ব্যবসায়ী প্রতিনিধি দল বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ছাড়া ও ২৫ সেপ্টেম্বর ,২০১৫ তারিখে ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি আয়োজিত Business Council for International Understanding (BCIU) এবং Business Summit এর দুটি গুরুত্বপূর্ন সভায় অংশগ্রহন করবেন।

নিউইয়র্কের বাংলাদেশী রপ্তানী পণ্যের শুল্কমুক্ত সুবিধার জোরালো দাবি জানাবে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অংশ নিবেন। ২৮ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারন পরিষদে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখবেন।

ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি সর্বজনাব মোঃ সফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইয়ের পরিচালক মোঃ আমিনুল হক (শামীম) , আলহাজ হারুন-উর-রশিদ, মোঃ হাবিব উল্যাহ ডন, কে.এম. আখতারুজ্জামান , মোঃ মুনতাকিম আশরাফ, নাগিবুল ইসলাম দিপু, এস.এম. জাহাঙ্গীর হোসেন , মাসুদ পারভেজ খান (ইমরান) , আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান , রোটাঃ মোঃ আবুল আয়েছ খান, মোঃ আনোয়ার সাদাত সরকার , জনাব খন্দকার রুহুল আমীন , জনাবমোঃ আমিন হেলালী, আলহাজ্ব মোঃ মাসুদ , জনাব বেনজীর আহমেদ , মিসেস নাজ ফারহানা আহমেদ , এস.এম. আমজাদ হোসেন, শামীম আহমেদ (রাসেল), মুহাম্মদ সামস-উজ-জোহা, বিজিএমইএ-এর সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম, বিজিএমইএ-এর নবনির্বাচিত সভাপতি মোঃ সিদ্দীকুর রহমান, এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক গোলাম গ¯ো—গীর গাজী, এম.পি , সিরাজুল ইসলাম মোল্লাহ,এম.পি, কামরুল আশরাফ খান পোটল,এম.পি, জাফর ইকবাল সিদ্দিকী,এনডিসি.প্রাক্তন এম.পি, মোঃ মিসবা উদ্দিন সিরাজ, মোঃ আব্দুল মান্নান টিটু, মজ্জা নুরুল গনী শোভন, মোঃ শাহাজাহান মিয়া, মোহাম্মদ আবুল বাসার, মোঃ কামাল হুসাইন, মোঃ রুহুল আমিন, আল হাজ্ব মোঃ মোশারফ হোসাইন, মোঃ বাবুল আক্তার,শোবের কুমার শাহা, আলমগীর সিকদার লোটন, মিসেস স্বর্নলতা রায়, মিসেস মাহমুদা মুসতাকিনমা রুবী, মুসহিরুল রহমান মোহারাজ, মোঃ ফজলু হক জুয়েল, মোঃ মুজুর রহমান পেদার, নাসিরউদ্দীন আহম্দে চৌধুরী মি.শজিব রনজান দাশ, মোঃ মাহফুজ রহমান খান, মো গিয়াস উদ্দীন, রিয়াজ-বিন-মোহাম্মদ, মোঃ ইকরামুল হক নাবিন, মোঃ কাউসারজ্জামান, শেক আতিউর রহমান দিপু, জনাব সেলিম সিকদার , এম.এম এনামুল হক, জনাব এম.এস.সেকিল চৌধুরী, ডাঃ কাজি ইতেয়িয়াজ হোসাইন, মোঃ জাকির আহমেদ বিশ্বাস-এট-ল, মোঃ মনিরুল ইসলাম, সৈয়দ চৌধুরী(সামাত), মোঃ ওমোর গনী তালুকদার, মোঃ মাসুদ কাদের মোনা, আফতাব আহম্দে, আমাল পোদ্বার প্রমূখ।

এফবিসিসিআই/পিআর/২০১৫/২৭৩ স্মারকে প্রেস বিবৃতিটি পাঠিয়েছেন মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ।
প্রেসবিজ্ঞপ্তি।



মন্তব্য চালু নেই