রনির মানিব্যাগ-মোবাইল চুরি!
সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) শুরুর আগেও তার নামটা খুব বেশি উচ্চারিত হয়নি। আর দশজন সাধারণ ক্রিকেটারের মতোই ছিলেন। কিন্তু, বিপিএল শুরু হতেই স্পট লাইটের পুরোটা জুড়ে ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি।
আবারও তার নাম উঠে আসলো খবরের শিরোনামে। তবে, এবার মাঠের ঘটনায় নয়, মাঠের বাইরের ঘটনায় আলোচনায় আসলেন তিনি। ব্যাপার হল মঙ্গলবার ভোরে এই প্রতিভাবান ক্রিকেটারের মোবাইল ও মানিব্যাগ চুরি হয়ে গেছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রনি নিজেই এক স্ট্যাটাস দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। রনি লিখেছেন, ‘আমার মোবাইল ও মানিব্যাগ ভোরে চুরি হয়ে গেছে। তাই কারও সাথে যোগাযোগ করতে পারছি না। পরিচিত যারা আছেন তারা দয়া করে আপনার নম্বর আমার ফেসবুকে ইনবক্স করে দেন।’
মন্তব্য চালু নেই