রনির মরীচিকায় মিম
রেদওয়ান রনি একই সঙ্গে মেধাবী ও জনপ্রিয় নির্মাতা। নাটক ছেড়ে চলচ্চিত্র নির্মাণে যুক্ত হয়েছেন তিনি। তার প্রথম ছবি ‘চোরাবালি’ দর্শকনন্দিত হয়েছিলো। চলচ্চিত্র নির্মাণের ধারাবাহিকতায় এবার তিনি তার দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন। চলচ্চিত্রটির নাম ‘মরীচিকা’।
মরীচিকা চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবব্ধ হয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান এবং মডেল নুসরাত ফারিয়া। মরীচিকায় তাহসান এবং ফারিয়া অভিনয় করবেন এটা পুরোনো খবর হলেও নতুন খবর হলো এতে অভিনয় করার জন্য নতুন করে যুক্ত হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রটি তিনি তাহসানের বিপরীতে অভিনয় করবেন।
বিষয়টি নিয়ে মিম বলেন,‘তাহসানের সঙ্গে এই প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করবো। আগে অবশ্য তার সাথে নাটকে অভিনয় করেছি। আশা করছি ভালো কিছু হবে।’
নিজের নতুন চলচ্চিত্র নিয়ে রেদওয়ান রনি বলেন,‘বর্তমানে শিল্পীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। মিমের সঙ্গে চুক্তি হয়েছে। পর্দায় থাকে খুবই শান্ত প্রকৃতির দেখানো হবে। চলচ্চিত্রটি নিয়ে আমি খুবই আশাবাদী। দর্শক এটিকে চোরাবালির মতোই গ্রহণ করবে।’
মন্তব্য চালু নেই