রত্নগর্ভা অ্যাওয়ার্ড পেলেন ৩৪ মা

আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৫ পেলেন সারাদেশের ৩৪ জন মা। রোববার (বিশ্ব মা দিবস) দুপুরে রমনার ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দুটি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ৯ জনকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

সাধারণ ক্যাটাগরিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন আমেনা বেগম, জামিলা আক্তার, হোসনে আরা বেগম জ্যোৎস্না, মোছা. হোসনে আরা বেগম, সুফিয়া খানম, রেহানা সামাদ, সুলতানা রোকেয়া আখতার, জাহানারা আহমদ, মোছা. রওশন আরা খাতুন, নূরে আলম মর্তুজা বেগম, প্রভাবতী চাকমা, শ্রীমতি মঞ্জু রানী মিস্ত্রী, শিখা বড়ুয়া, যোসপিন কোড়াইয়া, সৈয়দ শাহান আরা, সালিমা খাতুন, খুরশীদ জাহান, খোরশেদ আরা বেগম, লুতফুন নাহার বেগম, লতিফা বেগম, মাকছুদা বেগম, মোছা. আনোয়ারা বেগম, হাসিনা বানু, মায়মুনা বেগম, ইউ. কে. এম. ফরিদা বেগম।

বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত ৯ জন হচ্ছেন মঞ্জু আরা, কামরুন নিসা দুলাল, তহুরা আক্তার খাতুন, শিরিন হক, সুলতানা রাজিয়া (নাছিমা), জুন্নাতুন নেসা, রেজিয়া বেগম, আফরোজা বেগম এবং সেতারা বেগম। এছাড়াও সফল বাবা হিসেবে মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড পেয়েছেন নাট্যব্যক্তিত্ত্ব ড. ইনামুল হক।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা, লাকি ইনাম প্রমুখ।



মন্তব্য চালু নেই