রণবীরের নতুন প্রেমিকা!

ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ির পর নতুন প্রেমে মজেছেন রণবীর কাপুর। দিল্লির একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে সেই মেয়ের পরিচয় সম্পর্কে জানা ছিল না। অবশেষে জানা গেছে তার পরিচয়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রণবীরের নতুন প্রেমিকার নাম ভারতী মালহোত্রা। রণবীরের বোন ঋদ্ধিমা সাহনির এক পার্টিতে পরিচয় হয় তাদের। তারপরই তাদের মধ্যে বন্ধুত্ব হয়।

নিজেদের সম্পর্কটিকে বেশ গুরুত্বপূর্ণভাবেই দেখছেন রণবীর এবং ভারতী। খুব শিগগিরই নাকি সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিবেন তারা।

এদিকে বর্তমানে একসঙ্গে জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছেন রণবীর এবং ক্যাটরিনা। কিন্তু শুটিং সেটে সিনেমার প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কোনো কথা বলছেন না তারা। শোনা যাচ্ছে, মরক্কোতে জাগ্গা জাসুস সিনেমার শুটিং সেটে গিয়ে হাজির হয়েছেন ভারতী মালহোত্রা।



মন্তব্য চালু নেই