ভোলায় ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী

১০ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত

মোঃ ফজলে আলম, ভোলা প্রতিনিধি : ভোলায় ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নিবার্চনে (ইউপি) ভোলা জেলার ৭ টি উপজেলার ১০ জন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সার্কেট হাউজ কার্যলয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠান হয়। ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

সুত্র জানিয়েছে,২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলার ৩ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলা ২ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এরা সকলে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মনোয়ার হোসেন, মনপুরা উপজেলার চেয়ারম্যান সেলিনা চৌধুরী, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটে কমান্ডার মো: শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন,ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাপ্তাহিক দ্বীপবানীর সম্পাদক এম এ তাহের।

গত ৩১ মার্চ ২য় ধাপে এসব ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচিত বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ভোলা সদর উপজেলার মো: জহুরুল ইসলাম নকীব, রাজাপুর ইউনিয়নের মো: রেজাউল হক চৌধুরী মিঠু,পূর্ব ইলিশা ইউনিয়নের হাছনাইন আহমেদ হাসান, চরফ্যাশন উপজেলার ওসমানগজ ইউনিয়নের আশরাফুল ইসলাম, চর-মানিকা ইউনিয়নের শফিউল্যাহ হাওলাদার, রসুলপুর ইউনিয়নের মো: জহিরুল ইসলাম,আবু বকরপুর ইউনিয়নের মো: সিরাজ জামাদার, আব্দুল্লাপুর ইউনিয়নের মো: অল এমরান, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মো: জাকির হোসেন, দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের মো: অলি উল্যাহ প্রমুখ।



মন্তব্য চালু নেই