রজার্স-স্মিথের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন দুই ব্যাটসম্যান ক্রিস রজার্স ও স্টিভেন স্মিথ। তাদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ১ উইকেট হারিয়ে ৩৩৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার মিলে উদ্বোধনী জুটিতে ৭৮ রান সংগ্রহ করেন। এরপর ব্যক্তি ৩৮ রানে মঈন আলীর বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এরপর রজার্সের সঙ্গে এসে জুটি বাঁধেন স্টিভেন স্মিথ। তারা দুজন মিলে ২৫৯ রানের জুটি গড়ে প্রথম দিন শেষ করেন, যা লর্ডসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান। এ যাত্রায় রজার্স করেন ১৫৮ রান। যেখানে ২৫টি চারের মার রয়েছে। আর স্মিথ করেন ১২৯ রান। তার এই ইনিংসে ১৩টি চারের মার রয়েছে। এই সেঞ্চুরির আগে লর্ডসে চার ইনিংসে স্মিথের রান ছিল ১৬ (১+১২+২+১)!

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় দ্বিতীয় দিনে তারা দুজন আবার ব্যাট করতে নামবেন।



মন্তব্য চালু নেই