রক্তের বদলা রক্ত দিয়ে : নন্দী

ছাত্র শিবিরকে উদ্দেশ করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী বলেছেন, ‘রক্তের বদলে রক্ত, দাঁতের বদলে দাঁত, পায়ের বদলে পা নেওয়া হবে। তারা আমাদের রক্ত নিয়েছে আমরাও তাদের রক্ত নেবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী মাসুদ হাসানকে কুপিয়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহীর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। টগরের মাথায়ও কোপ লাগে। ছাত্রলীগ এ ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করছে।

পুলিশকে উদ্দেশ করে জয়দেব নন্দী বলেন, ‘ছাত্র শিবির যেভাবে দেশে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে, সেটি মেনে নেওয়া যায় না। আপনারা আর উদারতা দেখাবেন না। দয়া করে দায়িত্বশীল আচরণ করুন। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিন।’

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটনার নায়কদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সব শিক্ষা প্রতিষ্ঠান বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে অচল করে দেওয়া হবে। ছাত্রশিবিরের এসব অপকর্মের বিরুদ্ধে আর মিছিল মিটিং নয়, সরাসরি অ্যাকশান হবে।’

ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, ‘ছাত্র শিবির আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। সকলে মিলে তাদের এদেশ থেকে বিতাড়িত করতে হবে।’

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ‘যারা পায়ের রগ কেটেছে তাদের ছাড় দেওয়া যাবে না।’

বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মিরাজ উদ্দিন মিরাজ, সাংগঠনিক সম্পাদক শিহাবুজ্জামান, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান জয়, ক্রীড়া সম্পাদক আবিদ আল হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরশাদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, উপপ্রচার বিষয়ক সম্পাদক আরিফুর রহমান লিমন প্রমুখ।

 



মন্তব্য চালু নেই