রওশনের বাসায় ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদের ময়মনসিংহের বাসার ‘সুন্দর মহল’ সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে এক সেচ্ছাসেবকদল নেতা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সেচ্ছাসেবকদল নেতা নুরুজ্জামানকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আটককৃত নুরুজ্জামান চান কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি সদর উপজেলার আকুয়া চুকাইতলার বিল্লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত শহরের কালিশংকর গুহ রোডে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের বাসার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় টহলরত পুলিশ তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে সেচ্ছাসেবকদল নেতা নুরুজ্জামান গুলিবিদ্ধ হন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তরা রওশন এরশাদের বাসা ও পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়লে পুলিশ গুলি ছুড়ে।



মন্তব্য চালু নেই