রং তুলিতে ছবি এঁকেছে বিস্ময়কর ছাগল

মানুষ ছবি আঁকার কাজটি করে মূলত শখের বসে। কারো কারো আবার ছবি আঁকায় হয়ে উঠে মূল পেশা। মানুষ ছবি আঁকবে এটাই স্বাভাবিক কিন্তু রং তুলি মুখে নিয়ে ছাগল যদি ছবি আঁকে তাহলে ব্যাপারটি বিস্ময়কর নয় কি? এমনই এক আশ্চার্যজনক ঘটনা ঘটেছে আমেরিকার নিউ মেক্সিকোর আলবুকার্কে।

এই শহরের বোটানিক গার্ডেনের বাসিন্দা ক্রিস্টিন রাইট ‘বোডি’ নামের ঐ ছাগলটিকে গত কয়েক মাস ধরে যত্ন নিয়ে ছিবি আঁকা শিখিয়েছেন।
রং-তুলির ব্যবহার বেশ ভালই শিখেছে বোডি। তার আঁকা ছবি নিউ মেক্সিকোর বায়োপার্ক সোসাইটিতে বিক্রির জন্য রাখা হয়েছে। এক একটি ছবি বিক্রি হয়েছে ৪০ মার্কিন ডলারে।

বোডির এই বিস্ময়কর প্রতিভার জন্য তাকে ডাকা ভিনসেন্ট ভ্যান গখের অনুকরণে ডাকা হচ্ছে ‘ভিনসেন্ট ভ্যান গোট’ নামে। কেআরকিউকে-13 এক প্রতিবেদনে জানিয়েছে, মুখে রঙের ব্রাশ তুলে গত সপ্তাহের শেষে রিও গ্র্যান্ড হেরিটেজ ফার্মে নিজের শিল্পীসত্তার পরিচয় দিয়েছে বোডি।

প্রতিদিনই বোডির মালিকের বাড়িতে তার ছবি আঁকা দেখতে আসেন শত শত কৌতূহলী জনতা। তাদের মধ্যে থেকে কেউ কেউ তো বলেই ফেললেন, বোডি একটা ভেড়ার ছবি আঁকতে পারলে কয়েক হাজার ডলার খসাতে রাজি আছি!



মন্তব্য চালু নেই