যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক বরখাস্ত

যৌন হয়রানির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারি প্রশাসনিক ক্ষমতাবলে ওই শিক্ষককে বরখাস্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চলতি বছরের ১০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্কের লিখিত অভিযোগ করেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামানের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগটি আমলে নিয়ে আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে।

বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন সেলকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন। সেলকে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এস আব্দুল লতিফ।



মন্তব্য চালু নেই