যৌন ফ্যান্টাসির চিঠিতে কুপোকাত ঋত্বিক!
যৌন ফ্যান্টাসিতে ভরা একের পর এক চিঠি পেয়ে দিশেহারা বলিউড হিরো ঋত্বিক রোশন। আর এসব চিঠি তার কাছে পাঠাচ্ছেন নারী ভক্তরা। আর তাদের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে।
ওইসব চিঠিতে লেখা আছে, কীভাবে তারা ঋত্বিককে পেতে চান। তাদের শরীরের কোথায় কীভাবে স্পর্শ করলে ভালো লাগবে, সেসব কথাও খোলাখুলি লিখে দিচ্ছেন অনেকেই।
বিয়ে বিচ্ছেদের পর থেকেই নাকি এসব চিঠি আসা শুরু হয়েছে।
তবে লজ্জায় নাকি এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না ঋত্বিক। এমনকি কেউ এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি নাকি লজ্জায় রীতিমতো লাল হয়ে যাচ্ছেন।
নায়কের ঘনিষ্ঠ এক আত্মীয় জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঋত্বিক খুবই লজ্জিত।
মন্তব্য চালু নেই