যৌন চাহিদা কম হলে মহিলাদের আবেগ প্রভাবিত হয়

যে সব মহিলাদের মধ্যে যৌন মিলনে অনীহা থাকে তাদের জীবনে নানা সমস্যা তৈরি হয়৷ সম্প্রতি একটি গবেষণাতে এই তথ্য প্রমানিত হয়েছে৷ যে সব মহিলাদের কম পরিমাণে যৌন চাহিদা থাকে তারা মানসিক সমস্যায় ভুগতে পারেন৷ আবার কখনও ব্যক্তিগত ক্ষেত্রে তারা অহেতুক আবেগ প্রকাশ করে ফেলতে পারেন৷

সম্প্রতি স্টাডি অফ উইম্যানস সেক্সুয়াল হেলথের তত্ত্বাবধানে ইউরোপে এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছিল৷ এতে 5,098 জন মহিলাকে নিয়ে গবেষণা করা হয়েছিল৷ এদের প্রত্যেকেরই যৌন চাহিদা একেবারেই কম রয়েছে৷

বেশীরভাগই যৌন চাহিদা কম থাকায় যৌন মিলনের ক্ষেত্রে সন্তুষ্টি লাভ করেন নি৷ ফলবশত মানসিক সমস্যায় ভুগছেন৷ তাদের বেশীরভাগেরই আচরণ এবং ব্যবহারের মধ্যে এর প্রভাব পড়েছে৷



মন্তব্য চালু নেই