যে ১৮টি সিরিজ জয় করেছে বাংলাদেশ

রোববার ভারতকে ছয় উইকেটে হারিয়ে ১৮তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল বাংলাদেশ। দেশের মাটিতে এটি বাংলাদেশের ১৪তম সিরিজ জয়।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে নেয়।

এরপর আরো ১৭টি সিরিজ জয় করে বাংলাদেশ।

দেশের বাইরে প্রথম সিরিজ জিতে নেয় ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা।

আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য এক নজরে সিরিজগুলো তুলে ধরা হলো:
প্রতিপক্ষ               সাল           ব্যবধান              মাঠ
জিম্বাবুয়ে            ২০০৫/০৫          ৩-২               বাংলাদেশ
কেনিয়া             ২০০৫/০৬          ৪-০               বাংলাদেশ
কেনিয়া              ২০০৬            ৩-০               কেনিয়া
জিম্বাবুয়ে            ২০০৬/০৭          ৫-০               বাংলাদেশ
স্কটল্যান্ড            ২০০৬/০৭          ২-০                বাংলাদেশে
জিম্বাবুয়ে            ২০০৬/০৭          ৩-১               জিম্বাবুয়ে
আয়ারল্যান্ড          ২০০৭/০৮          ৩-০               বাংলাদেশ
জিম্বাবুয়ে            ২০০৮/০৯          ২-১               বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ          ২০০৯            ৩-০             ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে             ২০০৯            ৪-১               জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে            ২০০৯/১০          ৪-১               বাংলাদেশ
নিউজিল্যান্ড           ২০১১/১১          ৪-০              বাংলাদেশ
জিম্বাবুয়ে            ২০১১/১১          ৩-১               বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ         ২০১২/১৩          ৩-২               বাংলাদেশ
নিউজিল্যান্ড          ২০১৩/১৪          ৩-০               বাংলাদেশ
জিম্বাবুয়ে             ২০১৪            ৩-০               বাংলাদেশ
পাকিস্তান             ২০১৫            ৩-০               বাংলাদেশ
ভারত               ২০১৫            ২-০               বাংলাদেশ

(বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পর্যন্ত)



মন্তব্য চালু নেই