যে ভুল করবে খেসারত তাকেই দিতে হবে : প্রধানমন্ত্রী

রাজনীতিতে যদি কেউ কোনো ভুল করে তবে সেই ভুলের খেসারত জনগণ দেবে না। যে নেতৃত্ব বা দল ভুল করবে তাকেই খেসারত দিতে হবে- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এখন জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে খুন করে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে- এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

৫ জানুয়ারি নির্বাচনে সহযোগিতা করার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নির্বাচনের পর একটি পরিবেশে সৃষ্টি হয়েছিল যে, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে রোল মডেলে পরিণত হয়েছে।’

বাংলাদেশের ৬ শতাংশ প্রবৃদ্ধির হার ৬ বছর ধরে অব্যাহত আছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছি। ছেলে-মেয়েরা স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। এসএসসি ও এইসএসসি পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়েছে। আমরা বিনা পয়সায় বই দিয়ে শিক্ষার জন্য সহাযোগিতা করে যাচ্ছি। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি, মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাস করতে সক্ষম হয়েছি। এছাড়াও আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত শুধু নয় খাদ্যপুষ্টি নিশ্চিত করার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এমন সময় আবার সেই জানুয়ারি মাস থেকে শুরু হলো জ্বালাও-পোড়াও ও ধ্বংসের রাজনীতি। প্রতিনিয়ত পেট্রোল দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে। বাংলাদেশের আকাশ-বাতাস সেই পোড়া লাশের গন্ধে কাঁদছে।’

শেখ হাসিনা বলেন, ‘গত আড়াই মাস ধরে এ ধরনের তাণ্ডব এদেশে চলছে। আমরা ধৈর্য্য ধরে সকল অবস্থা মোকাবেলা করছি। আমরা জানি জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে তাই তাদের জঙ্গিবাদী কর্মকাণ্ড কেউ সমর্থন করে না। কাজেই আমরা এ অবস্থা থেকে ধীরে ধীরে উত্তরণ ঘটাতে পারবো। কিন্তু আমরা চাই না এভাবে আমাদের মানুষগুলো জ্বলে পুড়ে মারা যাক, পরিবারগুলো ধ্বংসের দিকে যাক। মানুষের উপর এত অত্যাচার করা তো ঠিক না।’



মন্তব্য চালু নেই