যে বয়সে নারীরা সবচেয়ে আবেদনময়ী হয়

কুড়িতেই নাকি মেয়েরা বুড়ি। তবে কুড়ি আর কুড়ি মানে চল্লিশে কি বলা যায়! ডাবল বুড়ি! নাকি ছুড়ি। অবাক হবেন না, চল্লিশের নারী নিজেকে ছুড়িই ভাবেন, বুড়ি নয়।চল্লিশেই নারীদের সুখ!

এক গবেষণায় দেখা গেছে, চল্লিশ বছর বয়সী একজন নারী নিজেকে প্রকৃত বয়সের চেয়ে অনেক বেশি তরুণী মনে করেন। বয়সটিতে এসে তারা নিজেকে ভাবেন আগের তুলনায় বেশি সুখী, জ্ঞানী এবং আস্থাবান।

তাদের বক্তব্য, চল্লিশ বছর বয়স মানুষকে দেয় পরিপক্কতা; চল্লিশে মানুষ আগের চেয়ে বেশি নির্ভরতার, বেশি প্রজ্ঞাবান।

যুক্তরাজ্যের চুলের রঙ উৎপাদনকারী কোম্পানি ‘নাইস এন ইজি’ সম্প্রতি চল্লিশে পা রাখা নারীদের ওপর জরিপ চালায়। গবেষণা জরিপে অংশ নেওয়া নারীদের ৮৮ শতাংশ বলেছেন, চল্লিশে এসে নিজেদের যতটা সুখী মনে হচ্ছে, আগে কখনও তা হয়নি।

এ বয়সের কিছু নেতিবাচক দিক আছে, যেমন চুলের রঙ ধূসর হয়ে আসছে। তবে সেটি তারা তেমন পাত্তা দিচ্ছেন না। চল্লিশে এসে আগের মতো নিজেকে আকর্ষণীয় ও সৌন্দর্য্য ধরে রাখার চাপ অনুভব করেন কি-না- এমন এক প্রশ্নের জবাবে ৫৬ শতাংশ নারী বলেছেন, তারা নিজেদের প্রকৃত বয়সের চেয়ে অনেক কম বয়সী এবং ২০ বছর বয়সের চেয়ে আরও বেশি আকর্ষণীয় মনে করেন।

৭৫ শতাংশ বলেছেন, এ বয়সকে তারা সাবলীলভাবেই গ্রহণ করেছেন। ৭৭ শতাংশ নারী বলেন, চল্লিশে এসে তাদের আগের চেয়ে অনেক বেশি বিচারবুদ্ধি বেড়েছে।



মন্তব্য চালু নেই