যে ব্যাঙের এক গ্রাম বিষেই মারা যায় ১৫ হাজার মানুষ!

ব্যাঙ চিনে না এমন কোনো মানুষ আছে বলে মনে হয় না। বিভিন্ন ধরনের ব্যাঙ দেখতে পাওয়া যায়। তবে এমন এক ধরনের ব্যাঙ আছে যা দেখতে বেশ সুন্দর, কিন্তু খুবই ভয়ঙ্কর।

আকারে ছোট, দেখতে সুন্দর আর বিশাল বিষের ধারক- এমন প্রাণী খুব কমই আছে। ইংরাজিতে নাম গোল্ডেন ফ্রগ। বাংলায় বলা হয় সোনা ব্যাঙ। বিজ্ঞানসম্মত নাম Phyllobates Terribilis।

চামড়ার ওপর সোনালী রঙের আস্তরণ, আর কালো অথবা গাঢ় নীল রঙের ছোপ। এ জাতের ব্যাঙের বিষ এতই মারাত্মক যা কল্পনাতীত। বিজ্ঞানীদের দাবি, সোনা ব্যাঙের দেহে রয়েছে উপক্ষার অধিবিষ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘Batrachotoxin’।

এই ব্যাঙের এক গ্রাম বিষেই নাকি একসঙ্গে মারা যেতে পারে ১৫ হাজার মানুষ। পৃথিবীর সব বিষধর প্রাণীগুলোর মধ্যে সোনা ব্যাঙের বিষ সবথেকে বেশি মারণাত্মক বলে দাবি বিজ্ঞানীদের।

বিভিন্ন দেশে এর দেখা মিললেও কলোম্বিয়ার উপকূলে এদের বাস সর্বাধিক বলে জিনিউজের এক প্রতিবেদনে জানা গেছে।



মন্তব্য চালু নেই