যে পরিচয়ে আসছেন শাবনূর

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শাবনূর সিনেমা পরিচালনা ও প্রযোজনা করবেন। কিন্তু সেটি অনেক আগে বলেছিলেন তাঁর পরে অনেক দিন আর এই বিষয়ে তাকে আর কথা বলতে দেখা যাইনি। অবশেষে এতদিনে খবরটি আলোর মুখ দেখলো।

কেননা শাবনূর গত ১০ ই আগস্ট বিএফডিসির সহকারি পরিচালকদের সংগঠন সিডাব-এর সদস্য হলেন।

তবে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, পরিচালনা বাদ দিয়ে সহকারি পরিচালক হচ্ছেন কেন তিনি। এর ব্যাখ্যাও দিয়েছেন শাবনূর নিজে। তিনি বলেন, ‘পরিচালক হতে হলে প্রথমে পরিচালনা শিখতে হবে। আর সেজন্য সহকারি পরিচালক হিসেবে কোনো পরিচালকের কাছ থেকে সিনেমা নির্মাণের বিষয় আশয় শিখে নিতে চাই। আর এই কাজটা করবো আমার প্রযোজিত ছবির পরিচালকের সঙ্গে কাজ করেই।’

একই সঙ্গে ছবি প্রযোজনা ও সহকারি পরিচালক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন শাবনূর। তবে কবে? শাবনূর বলেন, ‘ছবির গল্প গুছানোর কাজ চলছে। গল্প শেষ হলেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিবো।’

এদিকে শাবনূর গত ৯ আগস্ট সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডাব) এর সদস্য পদের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষাপটে তাঁকে ১০ই আগস্ট সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

প্রায় ২ বছর পর শাবনূর গত ১লা আগস্ট ‘পাগল মানুষ’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।



মন্তব্য চালু নেই