যে কোন সময় নিজামীর রায় কার্যকর : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা মতিউর রহমান নিজামির ফাঁসির রায় যে কোনো সময় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যে কোনো সময় রায় কার্যকর করা হবে। এ রায় জনগণের দাবি। আমরা জনগণকে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছি এবং এ ওয়াদা বাস্তবায়ন করতেই হবে।’
প্রসঙ্গত, গত ৫ মে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।
গতকাল সোমবার রাতে নিজামীর ফাঁসি বহাল রেখে রিভিউ আবেদন খারিজের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি কারাগারে পৌঁছানোর পর নিজামীকে ফাঁসিতে ঝোলানোর চূড়ান্ত প্রস্তুতি চলছে। রাতেই কারাগারের কনডেম সেলে থাকা নিজামীকে রায়টি পড়ে শোনানো হয়েছে। সেই সাথে তার স্বাস্থ পরীক্ষাও করা হয়েছে।
মন্তব্য চালু নেই