যে কারণে ঘুম পেলে ভারি হয়ে আসে চোখের পর্দা
ঘুম! সারা দিন শেষে বা ক্লান্তির পর ঘুমে আচ্ছন্ন হয়ে আসে শরীর , সেই সাথে ঘুম পেলে চোখের পর্দা ভারি হয়ে আসে। টেনে টুনে কিছুতেই চোখ খোলা রাখাই যেন দায় হয়ে যায়। এর কারণ জানিয়েছেন, বিশিষ্ট লেখিকা, কলামিস্ট ও লেকচারার মেরিলিন ভস স্যাভান্ট।
চোখের ওপরের দিকের পাতা গুলো খোলারাখার কাজটি করে ‘লেভ্যাটর’ মাংসপেশি। দিনের পরিশ্রমের পর দেহের সব মাংসপেশিই ক্লান্ত হয়ে যায়। আর তখন দেহের অন্য মাংসপেশির মতো লেভ্যাটরও ক্লান্ত হয়ে যায়।
তবে আপনার বাহু ও পায়ের মতো লেভ্যাটরকে কিছু সময় ব্যস্ত থাকলে চলে না। পেশি গুলোকে জেগে থাকলে সব সময়েই ব্যস্ত থাকতে হয়।
এ কারণে দিন শেষে সবচেয়ে ক্লান্ত হয়ে পড়ে এ লেভ্যাটর পেশিগুলো। আপনার চোখের ওপরে যদি অতিরিক্ত চামড়া থাকে তাহলে এ প্রভাব বেশি পড়ে। এতে ক্লান্ত হলে চোখের পাতা অনেক বেশি ভারি বলে মনে হয়
মন্তব্য চালু নেই