যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে
রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের ভিতরে প্লাস্টিক, কসমেটিক দ্রব্য ও দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) আলী আহাম্মদ।
তিনি জানান, মার্কেটের ভেতর নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
তিনি আরও বলেন, মার্কেটের ভিতরে দাহ্য পদার্থ, কসমেটিক ও প্লাস্টিকজাতীয় জিনিস থাকার কারণেও আগুনের তীব্রতা বেশি ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
উল্লেখ্য, সোমবার রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দীর্ঘ সাড়ে ১৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর কয়েকজন ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ইচ্ছাকৃত। আবু তালেব নামে এক ব্যবসায়ী বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে আমাদের তুলে দেয়ার চেষ্টা করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
সালাউদ্দিন আহমেদ নামে আরেক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, এটা পরিকল্পিত। মার্কেট ভেঙে বহুতল ভবন তৈরির চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ইচ্ছা করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই