যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে হতে পারে মহাবিপদ!

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না এমন মানুষ পৃথীবিতে কমই রয়েছে। তবে প্রযুক্তির যেমন ভালো দিক রয়েছে, তেমনি খারাপ দিকও রয়েছে। তবে কখনই সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি কখনই প্রকাশ করবেন না।

ক) প্রথমত ভ্রমণের টিকেটের ছবি আপনি কখনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। কারণ নাম, ঠিকানাসহ বিভিন্ন ধরনের তথ্য থাকে এই টিকেটে। যাওয়া-আসা সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করা ঝুঁকিপূর্ণ। এগুলো থেকে আরও অনেক ব্যক্তিগত তথ্য বের করে ফেলতে পারে দুর্বৃত্তরা। তাই সাবধানতা অবলম্বন করায় শ্রেয়।

খ) লটারি জিতেছেন। মনের আনন্দে অনেকে তার ছবি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। কখনো ভুলেও এ কাজটি করতে যাবেন না! কারণ স্ক্যান করা বারকোড অনুকরণে লটারির টিকেট চুরি হয়ে যাওয়া অসম্ভব নয়।

গ) পে-চেক কিংবা ক্রেডিট কার্ডের ছবি কখনই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। এটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা অত্যান্ত বিপদজনক। এমন কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না যেগুলো থেকে আপনার ব্যাংক সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

ঘ) কর্মক্ষেত্রের গোপনীয় তথ্য সম্বলিত কোনও কিছুর ছবি প্রকাশ করা থেকে বিরত থাকুন।

ঙ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট কখনোই প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়ায়।

চ) নিজের লেখা এমন কোন আর্টিকেল প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়ায় যেটি এখনো কপিরাইট করা হয়নি। নিজের কোনও লেখালেখির অংশ পাবলিশ হওয়ার আগে ছবি তুলে ফেসবুকে না দেওয়াই ভালো।



মন্তব্য চালু নেই