মোদিকে শেখ হাসিনার বার্তা
‘যেকোনো সংকটে ভারতের পাশে থাকবে বাংলাদেশ’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সেনা সদস্য হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাশ্মিরের উড়িতে গত ১৮ সেপ্টেম্বর সেনা ঘাঁটিতে এই সন্ত্রাসী হামলায় ১৭ সেনা সদস্য নিহত এবং অনেকে আহত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হতাহত সেনা সদস্যের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি বার্তায় ভারতের সশস্ত্র বাহিনীর আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বার্তায় বলা হয়, বাংলাদেশ যেকোনো ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
এতে বলা হয়, বাংলাদেশ ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যেকোনো সংকটময় মুহূর্তে ভারতের পাশে থাকবে।
বার্তায় আরও বলা হয়, আমরা এই অঞ্চল থেকে সীমান্ত সন্ত্রাস নির্মূলে আমাদের অভিন্ন প্রচেষ্টায় এক সঙ্গে কাজ করে যাবো।
মন্তব্য চালু নেই