যুবরাজের রেকর্ড ছুঁলেন গেইল

২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডারবানে ১২ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন ভারতের হার্ড হিটার ব্যাটসম্যান যুবরাজ সিং। টি-টোয়েন্টিতে এতোদিন সেটাই ছিল দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।

৯ বছর পর যুবরাজের সেই রেকর্ড ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। সোমবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্ট লিগ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে ১২ বলে হাফ সেঞ্চুরি করে যুবরাজের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গ্রেগ ওয়েস্ট এর করা প্রথম ওভারে প্রথম বলটি ওয়াইড হয়। পরের বলে ২ রান নেন গেইল। দ্বিতীয় বলে কোনো রান নিতে পারেননি। কিন্তু এরপর ওয়েস্ট এর চার বলে চারটি ছক্কা হাঁকান গেইল। দ্বিতীয় ওভারে একটি বল খেলার সুযোগ পান তিনি। সেই বলে ২ রান নেন।

তৃতীয় ওভারে বল করতে আসেন অ্যাডিলেডের লাফলিং। তার ওভারে প্রথম দুই বলে ছক্কা হাঁকান। তৃতীয় বলে চার মারেন। এরপর ১ রান নেন। তাতে ১১ বলে গেইলের সংগ্রহ দাঁড়ায় ৪৫ রান। এরপর ত্রাভিস হেড এর করা চতুর্থ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান। আর এই ছক্কার সুবাদে তিনি ১২ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন যুবরাজের রেকর্ড।

অবশ্য তিনি মাত্র ১৭ বলে ৫৬ রান করে আউট হয়ে যান। যেখানে ২টি চার ও ৭টি ছক্কার মার ছিল।



মন্তব্য চালু নেই