যুবকের পেট থেকে বের হলো ১৯টি টুথব্রাশ

বাংলাদেশের ময়মনসিংহ জেলার এক যুবকের পেটের ভিতর থেকে বেরিয়েছে ১৯টি টুথব্রাশ। চিকিৎসকরা যুবকের পেটে অস্ত্রোপচার করে টুথব্রাশসহ নানান ধরনের জিনিস উদ্ধার করেছেন।

গত শুক্রবার শামিম নামের ওই যুবকের পেটে অস্ত্রোপচার করেন ডক্টর শফিকুল ইসলাম। তিনি বলেছেন, অপারেশানের পর যুবকটি সুস্থ আছেন।

অস্ত্রোপচার শেষে তার পেট থেকে যেসব জিনিসপত্র বের করা হয় তার মধ্যে রয়েছে ১৯টি টুথব্রাশ, চারটি মেসওয়াক (গাছের ডাল দিয়ে তৈরি দাঁতন), একটি ভাঙা কাঁটাচামচ, দুটি প্লাস্টিকের টুকরো, এক টুকরো কাপড় এবং ব্যাটারির ভেতরে থাকা দুটি সীসার দণ্ড।

অপারেশনের পর বিস্মিত ডক্টর শফিকুল বলেন, ‘এত বড় বড় টুথব্রাশ পেটে ঢুকল কি করে তা দেখে আমরা বিস্মিত হয়েছি। তাছাড়া টুথব্রাশগুলো ভাঙ্গেনি, আস্ত ছিল।’

শামিম সম্প্রতি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে এক্সরে করে দেখা যায় একটি কাঁটাচামচ এবং আরও কিছু ধাতব পদার্থ রয়েছে। তবে অপারেশনের কথা শুনেই সে হাসপাতাল থেকে পালায়। তার আত্মীয়রা আবার তাকে ধরে এনে ভর্তি করে হাসপাতালে। তবে এখন সুস্থ রয়েছে শামিম।



মন্তব্য চালু নেই