যুদ্ধাপরাধ মামলায় এমপি হান্নান গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য ময়মনসিংহের এম এ হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে ছেলেসহ হান্নানকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। পরে তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।
এর আগে আজ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমপি এম এ হান্নানসহ ময়মনসিংহের আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারির কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার করা হয়।
গত ১৯ মে হান্নানসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।
মামলাটি আমলে নিয়ে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবিব।
মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফকরুজ্জামান ও শহরতলীর গলগণ্ডা এলাকার গোলাম রব্বানীকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয় সহায়তার লক্ষ্যে এম এ হান্নান ছিলেন ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক। ফকরুজ্জামান ও গোলাম রব্বানি আলবদর বাহিনীর সশস্ত্র সদস্য হিসেবে হান্নানের সহযোগী হিসেবে কাজ করেন।
মন্তব্য চালু নেই