যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল দোজখের দরজা খুলেছে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, নতুন করে যুদ্ধবিরতি ভঙ্গ করার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের জন্য দোজখের দরজা খুলে গেছে।

হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেড এ কথা বলেছে। কাসসাম ব্রিগেড ইসরাইলি হামলার আরো কঠিন জবাব দেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছে।

গতকাল (মঙ্গলবার) যুদ্ধবিরতি ভেঙে গাজার ওপর আবার নির্মম হামলা চালানোর পর হামাসের সামরিক শাখা এ অঙ্গীকার ব্যক্ত করল।

কাসসাম ব্রিগেড আরো বলেছে, গাজা উপত্যকায় নিরীহ জনগণের ওপর হত্যাযজ্ঞ শুরু করে ইসরাইল নিজেই দোজখের দরজা খুলে দিয়েছে। এ জন্য ইসরাইলকে কঠিন মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন হামাস যোদ্ধারা।

গতকাল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসরাইল তা লঙ্ঘন করে গাজার ওপর নতুন করে হামলা শুরু করে। এতে এ পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

দখলদার ইসরাইল বলছে, হামাসের রকেট হামলার জবাবে তারা বিমান হামলা শুরু করেছে। তবে হামাস এ দাবি নাকচ করে বলেছে, যুদ্ধবিরতির আলোচনাকে স্যাবোটাজ করার জন্যই ইসরাইল হামলা শুরু করেছে



মন্তব্য চালু নেই