যুক্তরাজ্যে কার্গো বিমান নিষিদ্ধ: রাজনৈতিক দিক খতিয়ে দেখবে সরকার

বাংলাদেশ থেকে কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারির পেছনে কোনো রাজনৈতিক বিষয় আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রী বলেন, কার্গো বিমান পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার বিষয়টি সরকার টেকনিক্যাল হিসেবে দেখছে। এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় আছে কি না সরকার তা খতিয়ে দেখছে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেনন বলেন, নিরাপত্তাহীনতার যে কারণ তারা দেখিয়েছেন সেটি ঠিক নয়। যুক্তরাজ্যে সরকার দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে আশা করেন মন্ত্রী।



মন্তব্য চালু নেই