“যারা আপনাকে অসম্ভব ভালবাসে, হয়তো ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য”

ভারতের এক মহিলা একটা অজগর সাপ পুষতো। সাপটা’কে সে অসম্ভব ভালবাসতো। অজগরটা লম্বায় ৪ মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল। একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া-দাওয়া বন্ধ করে দিল।

কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল এবং উপায়-বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল।

ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন এবং জিগেস করলেন- সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়?
মহিলা উত্তর দিল- হ্যাঁ।
– ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁসে?
– হ্যাঁ
– তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে?
মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন-

এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যশিত কিছু বললেন।
– ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছে। নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং হ্যাঁ, সে খাওয়া-দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে।

এই গল্পটা সত্য এবং এই গল্পে একটা মোর‍্যাল আছে।
আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়ত আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য।
ইউ নিড টু আইডেন্টিফাই দ্যা স্ন্যাকস এরাউন্ড ইউ এন্ড দেয়ার ট্রু ইন্টেনশন’স।
মাই ফ্রেন্ড, Hugs and kisses are not always honest.

(-ফেসবুক থেকে নেওয়া)



মন্তব্য চালু নেই